ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার ৭টি সাইট
আপনি অনলাইনে টাকা ইনকাম করার কথা ভাবছেন? তাহলে ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করতে পারেন। আপনার কোন অভিজ্ঞতা নাই কিন্তু আপনার কাছে একটা স্মার্টফোন অথবা ল্যাপটপ আছে।
ভাবছেন এটাকে কিভাবে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করা যায়। সে ক্ষেত্রে ক্যাপচা টাইপিং করে ইনকাম করাটা আপনার জন্য পারফেক্ট ।
কারণ এখন অনেকে ক্যাপচা এন্ট্রি করে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা ইনকাম করছে। আপনি প্রতিদিন কিছু সময় ব্যয় করার ফলে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা অনায়াসেই ক্যাপচা টাইপিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এই আর্টিকালে আমরা জানাবো কোন কোন সাইট থেকে অনলাইনে ক্যাপচা টাইপিং করে ইনকাম করা যায় ।এই ক্যাপচা টাইপিং করাটা খুবই সহজ কিছু ইমেজ, সংখ্যা টাইপিং করতে হয়।
আপনি মোবাইলের মাধ্যমে ক্যাপচা টাইপিং করে ইনকাম করতে পারবেন।
ক্যাপচা টাইপিং কি?
ক্যাপচা হলো ইন্টারনেট জগতে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় পাবলিক টিউরিং টেস্ট।
ইন্টারনেট জগতের বিভিন্ন ওয়েবসাইটে ক্যাপচা ব্যবহার করা হয় কারণ এটা ফেক অ্যাকাউন্ট তৈরি করা থেকে অটোমেটেড রোবট কে বাধা দেয়।

এই ফেক অ্যাকাউন্ট তৈরি করার সময় এই স্বয়ংক্রিয় রোবটটি নিজে নিজে সমস্ত তথ্য দিয়ে একাউন্ট তৈরি করে। কিন্তু যখন ক্যাপটা পূরণ করার সময় আসে তখন ক্যাপচার কোডগুলো ইমেজ, টেক্স ওয়ার্ড এ এলোমেলো থাকে।
সেই ক্ষেত্রে এই অটোমেটেড রোবট টা সনাক্ত করতে পারে না, কিন্তু এই ইমেজ বা টেক্সট ওয়ার্ডগুলো একমাত্র মানুষের ক্ষেত্রে সনাক্ত করা সম্ভব।
আর এভাবে এই ক্যাপচা টাইপিং এর মাধ্যমে মানুষ ও অটোমেটেড রোবটের মাঝে আলাদা করা যায় আর এভাবেও অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টগুলো এই ক্যাপচা অটোমেটেড রোবটের হাত থেকে রক্ষা করে।
যখন এই এলোমেলো সংখ্যা, অক্ষর, ছবি টাইপিং করা হয় আর এই টাইপিংকে ক্যাপচা টাইপিং বলা হয়। এই ক্যাপচাকে বিভিন্ন প্রকারে ভাগ করা হয় ।যেমন ইমেজ ক্যাপচা, টেক্সট ক্যাপচা, অডিও ক্যাপচা, ইনভিজিবল ক্যাপচা ,রি ক্যাপচা ইত্যাদি।
অনলাইনে ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার জন্য যা যা প্রয়োজন
১। সর্বপ্রথম আপনার একটি স্মার্টফোন অথবা ল্যাপটপের প্রয়োজন হবে
২। উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট
৩। টাইপিং স্পিড ভালো হতে হবে
এই ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড যত ভালো হবে আপনি তত ইনকাম করতে পারবেন। কারণ ক্যাপচা গুলো একের পর এক আসে। সে ক্ষেত্রে আপনি যত দ্রুত টাইপিং করবেন আপনার তত দ্রুত ইনকাম বৃদ্ধি পাবে।
অনলাইনে একাউন্ট করার নিয়ম এবং এটি কিভাবে কাজ করে
এভাবে ইনকাম করার জন্য প্রথমে ক্যাপচা টাইপিং ওয়েবসাইটি যেয়ে আপনাকে একটা Account খুলতে হবে। ক্যাপচা টাইপিং করা যতটা সহজ ঠিক Account খোলা টাও ততটাই সহজ। Account খোলার জন্য প্রথমে আপনাকে
ওয়েবসাইটের সাইন বাটনে ক্লিক করতে হবে
- আপনার Email Address দিতে হবে
2.আট সংখ্যার Email Password
3.পুনরায় ৮ সংখ্যার যে Password দিয়েছিলেন সেটি
4.এরপর Continue বাটনে ক্লিক করবেন
এভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে.
এরপর Sign in অথবা log in বাটনে ক্লিক করে আপনার দেওয়া ইমেইল এড্রেসটি ও পাসওয়ার্ডটি বসাবেন তারপর Continue বাটনে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন।
এরপর Start Working বাটনে ক্লিক করে কাজ করা শুরু করে দেবেন।
এই ওয়েবসাইটে আপনি কিছু ইমেজ, সংখ্যা, এলোমেলো ওয়ার্ড দেখতে পাবেন সেই ক্ষেত্রে আপনি খুব সতর্ক সহকারে এই ইমেজ, সংখ্যা, এলোমেলো ওয়ার্ড গুলো সঠিকভাবে পূরণ করবেন ক্যাপচা টাইপিং বক্সে।
একেক রকম ওয়েবসাইট এক এক রকম Captcha Typing এর জন্য পেমেন্ট করে থাকে যেমন কোন কোন ওয়েবসাইট 1000 হাজার ক্যাপচা টাইপিং এর জন্য 0.5-1$ দিয়ে থাকে
আবার কোন কোন ওয়েবসাইট 1000 হাজার Captcha Typing বিনিময়ে 1$-2$ দিয়ে থাকে।
ক্যাপচা টাইপিং করে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই একটা পেমেন্ট Account খুলতে হবে যেমন-Webmoney, Bitcoin, Paypal।
আর এই মাধ্যম গুলোর মাধ্যমেই আপনি সহজে আপনার উপার্জিত টাকা উইড্রো করতে পারবেন।
তবে এক্ষেত্রে একটা বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এমন কিছু কিছু ফেক ওয়েবসাইট আছে।
যারা ক্যাপচা টাইপিং করার পরে কোন টাকা পেমেন্ট করে না।
সে ক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝে শুনে যেসব ওয়েবসাইটগুলো টাকা পেমেন্ট করে সেসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে।
প্রায় সব ক্যাপচা টাইপিং ওয়েবসাইটে Account খুলার নিয়ম একই রকম।
কিভাবে ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করবেন
ক্যাপচা হল কিছু এলোমেলো সংখ্যা, ইমেজ, শব্দের মিশ্রণ এর সমষ্টি। সংখ্যা, ইমেজ বা শব্দের সমষ্টিকে ক্যাপচা টাইপিং বক্সে সঠিক নিয়মে ক্যাপচা করতে হয়। ক্যাপচা টাইপিং করে ইনকাম করার সহজ উপায় গুলি আমাদের জানতে হবে।
আপনার যদি টাইপিং স্পিড ভালো হয় সেক্ষেত্রে আপনি খুবই দূরত্ব ক্যাপচা এন্ট্রি করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন।
কারণ ক্যাপচা গুলো একের পর এক আসতে থাকে যার ফলে আপনার টাইপিং স্পিড যতই ভালো হবে আপনার টাকা ইনকাম তত বৃদ্ধি পেতে থাকবে।
এই ক্যাপচা টাইপিং খুব সহজেই করা যায়। এর জন্য কোন টেকনিক্যাল নলেজের প্রয়োজন হয় না।
যার ফলে খুব সহজেই ক্যাপচা এন্ট্রি করে আপনারা প্রতি মাসেই ৫ থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন।
এখন আমি আপনাদের কিছু বিসস্ত ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেগুলো রিয়েলি পেমেন্ট করে।
১. 2Captcha
২. ProTypers
৩. Kolotibablo
৪. MegaTypers
৫. FastTypers
৬. Qlinkgroup
৭.CaptchaTypers
১. 2Captcha
2Captcha হলো বিশ্বের অন্যতম একটা সেরা ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার ওয়েবসাইট।
এই ওয়েবসাইটে প্রথমে অ্যাকাউন্ট খুলে লগইন করার পর start working এ যেয়ে কাজ করা শুরু করতে হবে।
এখানে একটা বিশেষ নিয়ম হল এখানে টেস্ট এক্সাম দিতে হয় যেখানে 15 থেকে 16 টি ক্যাপচা প্রশ্ন থাকে।
১৫ থেকে ১৬ টি ক্যাপসার সঠিকভাবে পূরণ করার পরে আপনি টেস্ট এ সফল হওয়ার পরে ক্যাপচা করা শুরু করে দেবেন, এতে আপনার ইনকাম শুরু হয়ে যাবে।
আর 2Captcha ওয়েবসাইটটি প্রতি ১০০০ হাজার ক্যাপচা এন্ট্রি করার জন্য ০.৫$-১$ পর্যন্ত দিয়ে থাকে।
আপনার যদি ক্যাপচা টাইপিং স্পিড এবং ইন্টারনেটের স্পিড দ্রুত থাকে সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন ঘন্টার ভিতরে 1$ ইনকাম করে ফেলবেন।
আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলে 2Captcha একটা অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে নেবেন।
এই ক্ষেত্রে 2Captcha ওয়েবসাইটে আপনি একটা ক্লায়েন্টের আইডি পেয়ে যাবেন, সেই আইডিটি কপি করে আপনার মোবাইলে ইন্সটল করা অ্যাপসটিতে পেস্ট করে দেবেন।
তাহলে আপনি সহজেই এই অ্যাপসের মাধ্যমে, Captcha করতে পারবেন।
ক্যাপচা টাইপিং করে ইনকাম করা টাকাটি আপনাকে উইথড্র করার জন্য Webmoney, Payeer Account
খুলে আপনার উপার্জিত টাকা উইথড্র করতে পারবেন।
Webmoney এর ক্ষেত্রে মাত্র ০.৫$ হলেই উইথড্র দিতে পারবেন।
Webmoney, Payeer থেকে ডলার সেল করে বিকাশে সরাসরি টাকা নিতে পারবেন।
২. ProTypers – ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
ProTypers ওয়েবসাইটের ক্ষেত্রে অন্যান্য সাইট গুলোর মতই এখানে প্রথমে অ্যাকাউন্ট সাইন আপ করে তারপর সাইন ইন করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করে ক্যাপচা টাইপিং করা শুরু করতে হবে।
এই ওয়েবসাইটে আপনারা সঠিকভাবে ১০০০ ক্যাপচা এন্ট্রি করার পরে ০.৪৫$-১.৫$ পর্যন্ত উপার্জন করতে পারবেন।
এছাড়া এই ওয়েবসাইটে Paypal, Payza, Western Union এর মাধ্যমে ডলার উইথড্রো করতে পারবেন। এরপর ডলার সেল করে বিকাশের মাধ্যমে আপনি অতি সহজেই টাকা নিতে পারবেন।
৩. Kolotibablo
Kolotibablo হচ্ছে ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার একটা সেরা ওয়েবসাইট।
ওয়েবসাইটের ক্ষেত্রে অন্যান্য সাইট গুলোর মতই এখানে প্রথমে অ্যাকাউন্ট সাইন আপ করে তারপর সাইন ইন করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করে ক্যাপচা টাইপিং করা শুরু করতে হবে।
তবে এই সাইটে কাজ করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
কারণ একটার বেশি ভুল হলেই আপনাকে প্রথমে ওয়ার্নিং দেবে তারপর যদি আপনার টাইপিং করার সময় ২০ টা ক্যাপচা ভুল হয় সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পুরাই ব্যান্ড করে দেবে।
ইনকাম বাড়ানোর জন্য আপনার মোবাইলে একটি Kolotibablo অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে নেবেন এবং সেখানে আপনার User name এবং আপনি যে মেইল দিয়ে Account এ সাইন আপ করেছিলেন সেই মেইলে আপনার একটা ভেরিফিকেশন পাসওয়ার্ড যাবে।
আর সেই ভেরিফিকেশন Email আপনি একটা পাসওয়ার্ড দেখতে পাবেন আর এই পাসওয়ার্ডটি হচ্ছে Apps এ প্রবেশ করার পাসওয়ার্ড।
পাসওয়ার্ড দিয়ে লগইন করে ক্যাপচা টাইপিং করবেন।
এই ওয়েবসাইটে আপনারা সঠিকভাবে ১০০০ ক্যাপচা এন্ট্রি করার পরে ০.৩৫$-১$ পর্যন্ত উপার্জন করতে পারবেন।
Webmoney, Payza এর মাধ্যমে ডলার উইথড্রো করতে পারবেন।
এরপর ডলার সেল করে বিকাশের মাধ্যমে আপনি অতি সহজেই টাকা নিতে পারবেন।
৪. MegaTypers – ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
MegaTypers website টি সবথেকে জনপ্রিয় একটা ওয়েবসাইট ।এই সাইটে অনেকে ইনকাম করে প্রতি মাসে ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত ইনকাম করছে।
প্রতি ১০০০ হাজার কেপচা এন্ট্রি করার জন্য ০.৪৫$ দিয়ে থাকে।
তবে এই সাইটে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের প্রতি ১০০০হাজার ক্যাপচা জন্য ১.৫$ ক্যাপচা টাইপিং করে অর্থ উপার্জন করে থাকে।
Webmoney, ,Western Union, Perfectmoney ইত্যাদির মাধ্যমে টাকা উইথড্র করা যায়।
৫. FastTypers
এই সাইটে প্রতি ১০০০ হাজার ক্যাপচা এন্ট্রির করার ফলে ১-১.৫$ পর্যন্ত ক্যাপচা টাইপিং এর মাধ্যমে আয় ইনকাম করা যায়।
আপনার ইনকাম কে যদি আরও বৃদ্ধি করতে চান তাহলে রাত ১২ থেকে সকাল ৫ টা পর্যন্ত টাইপিং করলে আপনি ভালো পরিমান ইনকাম করতে পারবেন।
৬. Qlinkgroup – ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
Qlinkgroup সফটওয়্যার প্রথমে ডাউনলোড করে তারপরে ইন্সটল করে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন।
এখানে প্রতি ১০০০ হাজার ক্যাপচা করার জন্য আপনি .১.৫ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটি Payza,Paypal এর মাধ্যমে পেমেন্ট করে থাকে।
৭.CaptchaTypers
সবশেষে শেষে আলোচনা করব CaptchaTypers ওয়েবসাইট নিয়ে।
এই সাইটে আরো ইনকাম বৃদ্ধি করার জন্য আপনাকে এর অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
এবং এই সাইটটি রাত ১২ থেকে সকাল ৬টা পর্যন্ত ভালো ইনকাম জেনারেট করে থাকে।
আপনি যদি রাত ১২ থেকে ভোর৬টা পর্যন্ত কাজ করতে পারেন তাহলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।
CaptchaTypers এ প্রতি ১২০০ ক্যাপসা এন্ট্রি করার পর ২ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন রকম।
Bitcoin and Litecoin এর মাধ্যমে ৫ ডলার হলে আপনি আপনার ইনকাম উইড্র করতে পারবেন।
ক্যাপচা এন্ট্রি করে ইনকাম করার পর যেভাবে বিকাশে টাকা নিবেন
ইতিমধ্যে যেই ক্যাপচা টাইপিং করে ইনকাম করার সাইট গুলো সম্পর্কে আলোচনা করেছি সেগুলো সবই Webmoney, ,Western Union, Paypal এর মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকে যেগুলো বাংলাদেশের জন্য উপযুক্ত নয়।
এই ক্ষেত্রে আপনাকে টাকা উইথড্র করার জন্য Webmoney, ,Western Union, Paypal Account খুলতে হবে।
ডলার বাই সেল নামে একটি ওয়েবসাইট আছে সেখানে আপনি আপনার ডলারগুলো বিক্রয় করে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট নিতে পারবেন।
FAQ – ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
কিভাবে ক্যাপচা টাইপিং করে আয় করা যায়?
বিভিন্ন ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইট থেকে সহজেই ক্যাপচা কোড বসিয়ে মাসে ২০ হাজার টাকা আয় করা যায়।
কি কি ওয়েবসাইট থেকে ক্যাপচা টাইপিং করে ইনকাম করা যায়?
ক্যাপচা টাইপিং করে টাকা ইনকামের ওয়েবসাইট গুলি হল। যেমন- 2captcha, kolatilablo ইত্যাদি।
ক্যাপচা টাইপিং করে কি আসলেই আয় করা যায়?
হ্যাঁ। আপনি যদি সঠিক ওয়েবসাইটে কাজ করেন, তাহলে অবশ্যই এর মাধ্যমে আয় করতে পারবেন।
এভাবে আয় করাকে কি আমার পেশা হিসেবে নিতে পারি?
না, এভাবে আয় করাকে আপনি পেশা হিসেবে না নিয়ে, আরো ভালো অনলাইন কাজ ফিল্যান্সিং, ইউটিউবিং ইত্যাদিকে পেশা হিসেবে নিতে পারেন।
শেষ কথা – ক্যাপচা এন্ট্রি করে ইনকাম
আপনি যদি সত্যিই ক্যাপচা টাইপিং করে অর্থ উপার্জন করতে চান তাহলে উপরের ওয়েবসাইট গুলোর মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপনি ক্যাপচা টাইপিং করে অর্থ উপার্জন করতে পারেন।
এক্ষেত্রে ক্যাপচা টাইপিং করে ইনকাম করার পাশাপাশি আপনার টাইপিং স্কিল টাও বেড়ে যাবে এবং পাশাপাশি কিছু টাকাও আপনার ইনকাম হবে।
তবে আপনি যদি বাংলা টাইপিং করে আর্টিকেল লিখে ইনকাম করতে চান তাহলে অবশ্যই https://asprivate.com এই ওয়েবসাইটটি ভিজিট করে কিভাবে বাংলা আর্টিকেল লিখে মাসে ১০ থেকে ১৮ হাজার টাকা ইনকাম করা যায় তার বিস্তারিত জানতে পারবেন।
